প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ১০:০৭:৫১ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এসএসসিতে সর্বোচ্চ নম্বর অর্জন করেন দেবিদ্বারের তোহা
আব্দুল আলীম// বার্তা ডেস্কঃ
২০২৫ অর্থ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর অর্জন এর কৃতিত্ব গড়লেন দেবিদ্বার উপজেলা মেয়ে তাসনুবা ইসলাম তোহা। সে জেলার নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়। পরীক্ষার সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে সে ১২৬১ নম্বর পায়। তাসনুবা দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া কন্যা।
তার এ অর্জনে পুরো পরিবার, স্কুলে আনন্দের জোয়ার বইছে।
তোহার বাবা বলেন, তার মায়ের এমন অর্জনে সবচেয়ে বেশি অবদান তাহার পিতা মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া এর, তার বাবা তাদের পরিবারের ছেলে মেয়েদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। মেয়ের অর্জনকে পিতা মাঝে উৎস্বর্গ করেন।
তাসনুবা ইসলামের এমন অর্জনে দেবিদ্বার বার্তার পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি