প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ৯:১৬:৩৭ প্রিন্ট সংস্করণ
দাখিল/এসএসসি পরীক্ষায় কুমিল্লা ও সিলেট বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা অবস্থানে দেবিদ্বারের ৩ শিক্ষার্থী়
আব্দুল আলীম// বার্তা ডেস্কঃ
সারাদেশে ২০২৫ সালের দাখিল ও এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে ১০ জুলাই। এ বছরের ফলাফলে দেশের দুই শিক্ষাবোর্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্ব গড়লেন দেবিদ্বারের ৩ শিক্ষার্থী।
মাদ্রাসা বোর্ডের মধ্যে দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে সর্বোচ্চ নম্বর পায় দেবিদ্বার উপজেলার মেধাবী শিক্ষার্থী মোসাম্মৎ খাদিজা আক্তার। সে ১৩০০ নম্বরের মধ্যে ১২৪৮ নম্বর পেয়ে সেরা স্হান রয়েছেন। উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করা ঐ শিক্ষার্থী সুলতানপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী। এবং উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের (মাস্টার বাড়ির) হাজী মোহাম্মদ আবুল হোসেনের কন্যা।
এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর অর্জন এর কৃতিত্ব গড়লেন দেবিদ্বার উপজেলা মেয়ে তাসনুবা ইসলাম তোহা। সে জেলার নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়। পরীক্ষার সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে সে ১২৬১ নম্বর পায়। তাসনুবা দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া কন্যা।
এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর অর্জন এর কৃতিত্ব গড়লেন দেবিদ্বার উপজেলা সন্তান জাফরুল ইসলাম আপন। সে সিলেট ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়। পরীক্ষার সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে সে ১২৭০ নম্বর পেয়েছে। আপন দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামের জহিরুল ইসলাম এর পুত্র।
দেশে দেবিদ্বারের সুনাম তুলে ধরায় ৩ শিক্ষার্থীকে দেবিদ্বার বার্তার পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।