প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৯:০৭:১৯ প্রিন্ট সংস্করণ
দেবিদ্বারে যুবলীগনেতা গ্রেফতারের খবরে সিএনজি ও অটোরিকশা চালকদের মিষ্টি বিতরণ
বার্তা ডেস্কঃ
কুমিল্লার দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম সুমন(৩৮)কে গ্রেফতারের খবরে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরন করেছে সিএনজি চালিত ও ব্যাটারি চারিত অটোরিক্সা চালকরা।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার-চান্দিনা সড়কের সিএনজি স্ট্যান্ডে চালকদের উদ্যোগে ওই মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয়রা জানা যায়, দীর্ঘদিন ধরে কাজী সুমন দেবিদ্বার-চান্দিনা সড়কে সিএনজি স্ট্যান্ডে ‘জিপি’র নামে চাঁদা আদায়সহ চালকদের নানা হয়রানি, মারধর, সিএনজি ও অটো রিকশা আটক করে আসছিলেন। শুধু তাই নয়, যারা তার কথার অবাধ্য হয়েছে তাদের রোডে সিএনজি ও অটোরিকশা চালানো নিষেধ ছিল। কেউ কেউ জীবীকা নির্বাহে বিপুল অর্থের বিনীময়ে সড়কে চলাচলের সুযোগ নিতে হয়েছে। তার এহেন কর্মকান্ডে চালক সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। গত সাড়ে ১৬ বছর তার এক নায়কতন্ত্র চলে আসছিল।
কাজী সুমনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই চালকরা স্বতঃস্ফূর্তভাবে সিএনজি স্ট্যান্ডে একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
ভোক্তভোগীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন তার অন্যায় ও জুলুমের শিকার হয়েছি, আজ আমরা একটু স্বস্তি পেলাম।’
স্থানীয় চালকরা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এমন অবৈধ কর্মকান্ডে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য গত শনিবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে একটি নারী নির্যাতন মামলায় কাজী তরিকুল ইসলাম সুমনকে তাকে সেনা সদস্যরা গ্রেফতারপূর্বক মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে সে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজহারভ‚ক্ত আসামী। কাজী তরিকুল ইসলাম (সুমন) দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে। কাজী সুমন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন ছিলেন এবং দেবিদ্বারের সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রক ছিলেন। সে হাছিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিল।