প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৮:৩৭:১৮ প্রিন্ট সংস্করণ
বৈষম্য বিরোধী আন্দোলনে দেবিদ্বারে হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক
দেবিদ্বার থেকে /
দুধ দিয়ে গোসল করে আ’লীগ ছাড়া সেই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ আদালতে আত্মসমর্পণ করতে যেয়ে আটক হয়ে জেল হাজতে আছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যার আসামী হয়ে দির্ঘদিন পলাতক থাকার পর বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালতে জামিন আবেদনসহ আত্মসমর্পন করেন। শুনানী শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।
কামরুজ্জামান মাসুদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। তিনি আশানপুর গ্রামের আমেরিকা প্রবাসী হাজী মো. ফরিদ উদ্দিনের পুত্র।
তিনি গত বছর ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা, সাব্বির হত্যাসহ ৪ মামলার আসামী। গণ-অভ্যুত্থানের পর ১৭ আগস্ট সকাল ১১টায় নিজ বাড়ির ছাদে একদল সাংবাদিকের উপস্থিতিতে আওয়ামীলীগ ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করে দেশব্যাপী আলোচিত হন।
তিনি চেয়ারম্যান পদ থেকে ৩ মাসের ছুটি নিয়ে এ দির্ঘদিন আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে তিনি উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে এসে পরবর্তীতে আর নিম্ন আদালতে হাজির হননি। বুধবাবার আদালতে আত্মসমর্পণ করতে গেলে তিনি আটক হন। চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।