• দেবিদ্বার খবর

    ভাঙ্গা রাস্তায় মাছ ছেড়ে হাসনাতের প্রতিবাদ; মন্ত্রণালয়ের নজরে আসায় ১২ কোটি টাকার সংস্কার বরাদ্দ অপেক্ষায় রাস্তাটি

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ১:৫৭:১৮ প্রিন্ট সংস্করণ

    ভাঙ্গা রাস্তায় মাছ ছেড়ে হাসনাতের প্রতিবাদ; মন্ত্রণালয়ের নজরে আসায় ১২ কোটি টাকার সংস্কার বরাদ্দ অপেক্ষায় রাস্তাটি।

    আব্দুল আলীম// বার্তা ডেস্কঃ
    কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের খানাখন্দ ভরা অংশ সংস্কারের জন্য সাড়ে ১২ কোটি টাকার বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, ২–১ দিনের মধ্যেই অনুমোদন পাওয়ার আশা করা যাচ্ছে।
    তিনি বলেন, “চলতি অর্থবছরে ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংস্কারে পাঁচবার দরপত্র আহ্বান করা হলেও নানা জটিলতায় কাজ শুরু করা সম্ভব হয়নি।” গত ১০ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সড়কের খানাখন্দ অংশে মাছের পোনা অবমুক্ত করে প্রতীকী প্রতিবাদ জানান। ঘটনাটি মন্ত্রণালয়ের নজরে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
    সূত্র জানায়, সওজ বিভাগ ১৩ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প ব্যয়ে সড়ক সংস্কারের প্রস্তাব তৈরি করেছে। প্রথম দরপত্র আহ্বান করা হয় গত ৩ ফেব্রুয়ারি, এরপর পর্যায়ক্রমে মার্চ, মে, জুন ও আগস্ট মাসে আরও চারবার আহ্বান করা হয়। কিন্তু পর্যাপ্ত দরপত্র না পাওয়ায় কাজ শুরু হয়নি।

    এই সড়কটি দেবিদ্বার ও চান্দিনা উপজেলা ছাড়াও ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগ হিসেবে ব্যবহৃত হয়। ফলে এটি কুমিল্লা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। স্থানীয়দের দাবি, সংস্কারকাজ দ্রুত শুরু না হলে দুর্ঘটনা ও দুর্ভোগ আরও বাড়বে।

    আরও খবর

    Sponsered content