প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৮:১৭:৩৪ প্রিন্ট সংস্করণ
গণ-অভ্যুত্থানে দেবিদ্বারে হত্যা মামলায় যুবলীগ নেতা কাজী সুমন সেনাবাহিনীর হাতে আটক
আব্দুল আলীম // বার্তা রিপোর্টঃ
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামী পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন)কে গ্রেফতার করেছে সেনা সদস্যরা।
শনিবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে সেনা সদস্যরা গ্রেফতারপূর্বক মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন। কাজী তরিকুল ইসলাম (সুমন) দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে। সুমন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন ছিলেন এবং দেবিদ্বারের সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন।
জানা যায়, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। ওই মামলায় পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন) এজহারানমীয় আসামী। শেখ হাসিনা দেশ ত্যাগের পর তরিকুল ইসলাম (কাজী সুমন)ও আত্মগোপনে চলে যায়।
গত শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নারী নির্যাতনের এক ঘটনায় সেনাবাহিনীর হাতে ওই যুবলীগ নেতা কাজী সুমন আটক হন। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই যুবলীগ নেতা দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে রুবেল হত্যা মামলার আসামী। রাতেই বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানালে, শনিবার দিবাগত রাত সাড়ে ৪টায় পুলিশ কাজী সুমনকে দেবিদ্বার থানা নিয়ে আসেন এবং রোববার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত কাজী সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মোঃ মইনউদ্দিন বলেন, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে কাজী তরিকুল ইসলাম (সুমন) আটক হয়। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করলে সেখান থেকে আমরা দেবিদ্বার থানায় নিয়ে এসে রোববার দুপুরে কুমিল্লা কোর্টে প্রেরণ করি। সে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামী।