দেবিদ্বারঃ
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মশালার জনসচেতনতা সৃষ্টি বিষয়ক বৈঠক
টাইফয়েট মুক্তহতে শিশুদের টিকাদানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার মুক্ত হতে হবে
দেবিদ্বার প্রতিনিধি/
‘আমাদের দেশে একসময় ‘টাইফয়েট’ জ্বরে আক্রান্তরা অঙ্গহানীসহ নানা সমস্যায় ভোকতেন। স্বাস্থ্যসেবার উন্নয়নে এখন ওইসকল সমস্যা অনেকটা কমেগেছে। বসন্ত, কলেরা, হাম, যক্ষা, পোলিও’র মতো ভয়াবহ রোগ থেকে আজ আমরা মুক্ত। তাই আমাদের টাইফয়েট থেকে মুক্তি পেতে শিশুদের টিকাদানের আওতায় আনাসহ সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার মুক্ত হতে হবে। ’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে টাইফয়েট মুক্ত বাংলাদেশ গড়তে আয়োজিত টিকাদান কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ওই বক্তব্য তুলে ধরেন।
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সামনে রেখে, সাংবাদিকসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে সামাজিক সচেতনতামূলক ওই কর্মশালা ভইঝউহএঃক ওমি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুস সালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষাা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নোমান হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, প্রধান শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, এম,জে মামুন, আব্দুল আলীম, স্বাস্থ্য সহকারী মো. রুহুল আমিন প্রমূখ। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ডাঃ সাদাত ইরতিসাম।
কর্মশালায় ডাঃ সাদাত ইরতিসাম বলেন, তিনি বলেন, বিশ^স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বের উন্নত দেশ সমূহে এ রোগের প্রাদূর্ভাব অনেকাংশে কম হলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশ অন্যতম জনস্বাস্থ্য সমস্যায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার জন মৃত্যুবরণ করে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৮ হাজার জন টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করে। এজন্য ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্তসকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এজন্য শিশুদের জন্মনিবন্ধন থাকতে হবে বলে কর্মশালায় জানানো হয়।