• বিনোদন

    দেড় ঘণ্টা অপেক্ষায় এলেন ৫ সাংবাদিক, ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত

      প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ১০:৪৩:৩১ প্রিন্ট সংস্করণ

    দেড় ঘণ্টা অপেক্ষায় এলেন ৫ সাংবাদিক, ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত

    বার্তা ডেস্ক রিপোর্টঃ
    বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সংবাদ সম্মেলন ডাকলেও সাংবাদিকদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় সেটি স্থগিত করা হয়েছে।
    শনিবার (২৪ মে) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে দুপুর ২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। পরে আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
    এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম গণমাধ্যমকে বলেন, সাংবাদিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় আজকেও দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হচ্ছে। পরে নতুন তারিখ সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।
    এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা বলা হয়।

    আরও খবর

    Sponsered content