• অপরাধ

    শবে বরাত রাতে মসজিদে হামলার ঘটনায় আহত মসজিদ কমিটির সেক্রেটারী ইব্রাহীম খলিল মারা গেছেন

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৪:২৬ প্রিন্ট সংস্করণ

    Oplus_131072

    শবে বরাত রাতে মসজিদে হামলার ঘটনায় আহত মসজিদ কমিটির সেক্রেটারী ইব্রাহীম খলিল মারা গেছেন
    আব্দুল্লাহ আল আলীম// দেবিদ্বারঃ
    ক্রিকেট খেলা ও মাদক কারবারীদের ধরিয়ে দেয়ার পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে শব-ই বরাত রাতে মসজিদে মুসুল্লিদের উপর হামলার ঘটনায় আহত ইব্রাহীম খলিল(৫০) মারা গেছেন।
    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় ঢাকা ‘পদ্মা জেনারেল হাসপাতাল লিঃ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
    নিহত ইব্রাহীম খলিল দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়া কাসেম কমিশনারের বাড়ির মৃত: হাসন আলীর পুত্র এবং ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সাধারন সম্পাদক ছিলেন।
    স্থানীয় ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সভাপতি কাসেম কমিশনার ও নিহতের স্বজনরা জানান, প্রায় একমাস পূর্বে ক্রীকেট খেলাকে কেন্দ্র করে মাসুদ ও কামরুলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনায় অভিযোগ পেয়ে সেনা সদস্যদের একটি দল ঘটনার কয়েকদিন পর এলাকায় পরিদর্শনে গেলে, ফয়সাল নামে এক যুবক সেনা সদস্যদের ক্রীকেট খেলায় দ্ব›দ্ব সৃষ্টিকারী ও মাদক কারবারীদের বাড়ি চিনিয়ে দেন। সেনা সদস্যরা অভিযানে জিল্লুর রহমান ও ওবায়দুল নামে দুই যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। আটকের প্রায় ১০ দিন পর জিল্লুর ও ওবায়দুল জামিনে আসে।
    ওই ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি রাত অনুমান ৮টায় ফতেহাবাদ-গুনাইঘর কান্দারপাড় এলাকার ব্রীজের উপর মাসুদ ও কামরুলসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে বিভিন্ন এলাকার প্রায় ২৫/৩০ জন  দেশীয় মরনাস্ত্র নিয়ে রাত অনুমান সাড়ে ৯টায় পুনঃরায় কামরুলদের উপর হামলা চালায়। কামরুল এসময় দৌড়ে স্থানীয় (দেবিদ্বার পৌর এলাকার পশ্চিম ফতেহাবাদ গ্রামের) ‘বায়তুল আকসা জামে মসজিদে’ আশ্রয় নিলে হামলাকারীরা মসজিদের ভেতরে ঢুকে হামলা চালায়, মসজিদে তখন মুসুল্লীরা শব-ই বরাতের নামাজরত ছিলেন। মুসুল্লীরা তাদের বাঁধা দিতে এলে ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সাধারন সম্পাদক ইব্রাহীম খলিলসহ প্রায় ১০/১২ জন আহত হন। হামলাকারীরা মসজিদের দরজা জানালার গ্লাস ভাংচুর করে।
    ওই ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রাতে নিহত ইব্রাহীম খলিলের বড় ভাই হামলায় আহত মো. ইসমাইল হোসেন(৫২) বাদী হয়ে জাহিদ হোসেন ভ‚ইয়া(২৫), অনিক হোসেন ভুইয়া(২০), তহিদুল ইসলাম(২২), আবু তাহের(২৫), জিল্লুর রহমান(২৫)সহ ২১ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
    দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, শব-ই বরাত রাতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, মসজিদে হামলা, ভাংচুর ও আহত হওয়ার ঘটনায় আহত ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল মারা গেছেন। ওই ঘটনায় ইমন নামে এক যুবককে আটক করে কোর্ট হাজতে চালান করা হয়েছে এবং দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ইব্রাহীম খলিলের লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content