• অপরাধ

    দেবিদ্বারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ 

      প্রতিনিধি ১০ মে ২০২৫ , ১২:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ

    দেবিদ্বারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
    দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
    চোখের সামনে ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না, স্ত্রীকে হারিয়ে হাউমাউ করে কাঁদছেন টগবগে যুবক আকরাম খাঁন। তার ও পরিবারের কান্নায় যেন আকাশ ভারী হয়ে উঠেছে। কুমিল্লার দেবিদ্বারে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ‘দি দেবিদ্বার স্কোয়ার হাসপাতালে প্রসূতি মোসাঃ মুক্তার সিজারে রক্তনালি কেঁটে যায়। শুরু হয় অনবরত রক্তক্ষরণ। ২১ ব্যাগের বেশি রক্ত দিয়েও বাঁচানো যায়নি তাকে এমন অভিযোগ পরিবারের। ঘটনায় মৃত মুক্তা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের যুক্তগ্রামের আকরাম খানের স্ত্রী।
    মৃত প্রসূতি মুক্তার স্বামী আকরাম খান বলেন, ‘গত (৫ মে) আমার স্ত্রীর প্রসব বেদনা হলে তাকে দেবিদ্বারের স্কোয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা দেখে ডাঃ কামরুন্নাহার রানী সিদ্ধান্ত জানান সিজার অপারেশন করার। ভুল অপারেশনের কারণে তার স্ত্রীর অবস্থার অবনতি হতে থাকে৷ অনেক রিকোয়েস্ট করেছি, তাকে রিলিজ দিতে। রিলিজ দিলে আমার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা বা ঢাকা নিয়ে যাবো। কিন্তু তারা তা দেয়নি। পরে কালক্ষেপণ করে আমার স্ত্রীর অবস্থার অবনতি হলে রাত তিনটায় হাসপাতাল কর্তৃপক্ষ আমার স্ত্রীকে অন্যত্র নিয়ো যেতে বলে। ২১ ব্যাগ রক্ত দিয়েও আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি৷ সে আরো জানান, তার স্ত্রী মৃত্যুর পূর্বে সিজার রুমে কি হয়েছে বলে জান। মুক্তা জানান, নার্সরা সিজার রুমে বলাবলি করেন ডাক্তার মেডাম আপনি তো একটা বড় ভুল করে ফেলেছেন। ভুল স্হানে কেটে ফেলেছেন। তখনি অভিযুক্ত ডাঃ কামরুন্নাহার রানী বলেন, আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে ভুল হয়েছে, তার কারণে জরায়ু কেটে গেছে, তবে কোন সমস্যা নেই, প্রসূতির চার সন্তান রয়েছে ভবিষ্যতে সন্তান না নিলেও সমস্যা নেই। সেই ভুল সিজারে অতিরিক্ত রক্তক্ষরণে আকরাম এর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে সে অভিযোগ করেন।
    এ বিষয়ে অভিযুক্ত ডাঃ কামরুন নাহার এর সাথে কথা বলতে হসপিটালে গেলে হসপিটাল কতৃপক্ষ জানান তিনি ঢাকায় চলে গেছেন। মুঠোফোনে কল করে যোগাযোগ করতে গেলে একাধিক কল করলেও রিসিভ করেননি তিনি। উল্টো নাম্বার ব্লক করে দেন।
    এ বিষয়ে হসপিটালের ব্যবস্হাপনা পরিচালক তোফায়েল চৌধুরী জানান, প্রসূতির স্বামী আকরাম তার ঘনিষ্ঠ ছোট ভাই। সাংবাদিকদের সাথে পরে কথা বলবেন বলে জানান।

    আরও খবর

    Sponsered content